ব্যাটিং বিপর্যয়ে ফলোয়ান শঙ্কায় বাংলাদেশ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২১ পিএম

দ্বিতীয় দিনের শেষ অংশে গিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষনা করেছিল স্বাগতিক ভারত। ব্যাট করতে নামা দুই ওপেনার ভালো শুরু করলেও টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত।

গতকালের ৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সফরকারি বাংলাদেশ। এদিন দলীয় স্কোর বোর্ডে মাত্র এক রান যোগ করেই রান আউটের শিকার হয়ে বিদায় নিতে হয় ওপেনার তামিম ইকবালকে। তামিমের বিদায়ে ভারতের রানের পাহাড়টা জেন টাইগারদের আরো চেপে ধরেছিল।

মুমিনুলের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়েছিল তামিম। সে মুমিনুলও বেশি সময় বেশি সময় মাঠে থাকতে পারেনি। এলবির ফাঁদে পড়ে তামিমের পথ ধরতে হয়েছিল তাকেও। আর দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে সাজঘরে যেতে হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহকেউ।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ সংগ্রহ ৪৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৫। ক্রিজে আছেন সাকিব (২৯) ও মুশফিক (৬)।

হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হয় তৃতীয় দিনের খেলা। ঐতিহাসিক টেস্টটি সরাসরি সম্প্রচার করছে দিপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৬৮৭/৬ (ইনিংস ঘোষণা) (আগের দিন ৩৫৬/৩) (কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০, তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ১/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদউল্লাহ ০/১৬)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩ ওভারে ১২৫/৪ (তামিম ২৪, সৌম্য ১৫, মুমিনুল ১২, মাহমুদউল্লাহ্ ২৮, সকিব ২৯* ও মুশফিক ৬*; ভুবনেশ্বর ০/১৫, ইশান্ত ১/৩৮, অশ্বিন ০/৩, উমেশ ২/৩২, যাদব ০/২৬)।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: