ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ ভাগে এসে ঠেকেছে

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশ এসে ঠেকেছে। রোববার গ্যালোপের প্রকাশিত মতামত জরিপের ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।

নতুন মতামত জরিপে দেখা গেছে, একদিকে ৪০ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন ব্যক্ত করলেও ৫৫ শতাংশ মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার প্রতি তাদের কোনো অনুমোদন নেই বলে জানিয়ে দিতে দ্বিধা করেন নি।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। সে সময় তার প্রতি যে সমর্থন জানানো হয়েছিল নতুন মতামত জরিপে তা আরো ৫ পয়েন্ট কমেছে।

একই সময়ে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা জনপ্রিয়তা প্রায় ৬৫ শতাংশ ছিল। এমনকি জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তাও ৫০ শতাংশের বেশি ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: