চালু হলো মুন্সীগঞ্জ জেলা প্রধান সড়কটি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৪ পিএম

দীর্ঘ দিনের অবহেলিত মুন্সীগঞ্জ জেলা শহরে প্রবেশের প্রধান সড়কটি উদ্ধোধন হলো মঙ্গলবার বেলা ১১টায়। জেলা হেড কোয়াটার হতে বিসিক শিল্প নগরী পর্যন্ত চার কোটি তিন লাখ টাকা ব্যায়ে নির্মিত দুই কিলো মিটারের এই সড়কের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড, মৃনাল কান্তি দাস।

পাঁচটি উপজেলা হতে জেলা শহরে প্রবেশ এবং জেলা হাসপাতাল থেকে শুরু করে অতি গুরুত্বপূর্ণ সরকারী অফিসে গমন করার একমাত্র সড়ক হলো এইটি। দীর্ঘ কয়েক বছর সড়কটিতে চলাচলের অনুপযোগি হয়ে পরার পর, ২০১৬ অর্থ বছরে এল জি ই ডির আর্থিক সহযোগিতায় দীর্ঘ আট মাস সময়ে বাস্তবায়ন হলো এই সড়ক। অতি গুরুত্বপূর্ণ সড়টি উদ্ধোধনের সংবাদে খুশি জেলাবাসী।

উদ্ধোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান,উপজেলা প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তীযুদ্ধা মহাম্মদ হোসেন বাবুল,জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান আরিফ,জেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক আল মাহমুদ বাবু,আমরা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম,জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্মাদক আপন দাস,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক মিথুন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: