যশোরে ৯ রাজাকারসহ ৫৭ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৩৬ এএম

যশোর সদরে যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ৯ রাজাকারসহ ৫৭ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করেছে যাচাই-বাছাই কমিটি। রোববার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে ৪২ প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। যশোর সদরে ২০৯ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ ওঠে। এদের মধ্যে ৪ জনের নাম লাল মুক্তিবার্তায় রয়েছে। তবে তারা মুক্তিযুদ্ধে অংশ নেননি। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধা, রাজাকার হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করেছে। প্রকাশিত তালিকায় মোট ৫৭ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে নতুন ৪২ জনের নাম অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার তালিকায় ৯ রাজাকার শনাক্ত : যাচাই-বাছাই কমিটির তালিকায় দেখা গেছে, যশোর সদরের রাজাকার হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন ৯ জন। শনাক্ত হওয়া রাজাকাররা হলেন- হৈবতপুরের লাউখালির রহিম হাওলাদার, নিশ্চিন্তপুরের খোয়াজ উদ্দীন, দৌলতদিহির মোশারফ হোসেন, লেবুতলার মনোয়ারুল, খোজারহাটের সাকাত আলী, লেবুতলার সিরাজুল ইসলাম, সমসপুরের ইসলাম গাজী ও শ্যামনগরের মোশাররেফ ও বারান্দীপাড়ার রাজাকারের ছেলে নাছিম আহমেদ।

লাল মুক্তিবার্তায় ৪ ভুয়া মুক্তিযোদ্ধা : আর লাল মুক্তিবার্তা থেকেও ভুয়ামুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছে ৪ জন। এদের মধ্যে ভারতে এবং দেশের মধ্যে কোথাও প্রশিক্ষণ না নিয়ে জালিয়াতির মাধ্যমে তারা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছিলেন। এরা হলেন- লেবুতলা এনায়েতপুরের আবদুল মতলেব; বাবার নামের জায়গায় চাচার নাম ব্যবহার করে জালিয়াতি করেছেন পৌরসভার শংকরপুরের নজরুল ইসলাম সুফি; যশোর দৌলতদিহির খোজারহাটের দালাল আইন মামলায় অন্তর্ভুক্ত আসামির ড্রাইভার এএসএম আজিজুর রহমান ও দালাল আইন মামলায় অন্তর্ভুক্ত এএফএম আবদুর রশীদ।

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলেন যারা : ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় যশোর পৌরসভার ১১ জন রয়েছেন। এরা হলেন- যশোর পূর্ব বারান্দিপাড়ার সিরাজুল ইসলাম (গেজেট নম্বর ৩১৯), আবদুল ওয়াদুদ, (গেজেট নম্বর ৭১৩), পৌরসভা ঢাকা রোডের ২ নম্বর সেক্টরের মৃত মহিউদ্দীন আহমেদ, (গেজেট নম্বর ৭৩২), ডাক্তার মমতাজ (গেজেট নম্বর ৭৩৭), ঘোপ জেল রোডের সৈয়দ মোস্তাক আলী (গেজেট নম্বর ২১৮৪), লোন অফিসপাড়ার রবিউল ইসলাম (গেজেট নম্বর ২১৮২), বুক প্যালেস দড়াটানার বজলুর রহমান (গেজেট নম্বর ২৭৯৫), পুরাতন আশরাফ আলী (গেজেট নম্বর ৭৩৫), পূর্ব বারান্দীপাড়ার অধির কুমার বিশ্বাস (গেজেট নম্বর ৭৫০), শহীদ শেখ আবু তালেব সড়ক কাজীপাড়ার সেলিম সরদার (গেজেট নম্বর ২১০৪) ও জেল রোডের সোহরাব হোসেন। যশোর সদর উপজেলার ৩৩ জনের মধ্যে হৈবতপুর বালিয়াঘাটার রবিউল হক (গেজেট নম্বর ২৭৮৬), নওয়াপাড়া কাশিমপুরের আমজাদ আলী (গেজেট নম্বর ৯৪৭), নতুন উপশহরের মৃত শফিয়ার রহমান (গেজেট নম্বর ৮৯৭), নওয়াপাড়ার স্বপন কুমার (গেজেট নম্বর ৯২৩), নওদাগ্রামের আহম্মদ আলী (গেজেট নম্বর ৮৮১), মৃত আশরোপ আলী (গেজেট নম্বর ৮৬৬), বাহাদুরপুরের আতিয়ার মোল্যা (গেজেট নম্বর ৯১৭), বিরামপুরের লিয়াকত আলী (গেজেট নম্বর ৯২২), নওদাগ্রামের আবদুল জলিল (গেজেট নম্বর ৯১২), বাহাদুরপুরের সামছুল ইসলাম (গেজেট নম্বর ৮৭৭), নুরজাহান, আবু জাফর, তালবাড়িয়ার ফসিয়ার রহমান (গেজেট নম্বর ৯০০), মৃত আবু বকর সিদ্দিক, হাশিমপুরের মৃত আবদুল মতলেব (গেজেট নম্বর ৮৪৩), নওদাগ্রামের কেএম হারুন অর রশিদ (গেজেট নম্বর ৮৯৪), জহুরপুর গোবরার বদর উদ্দীন (গেজেট নম্বর ৮১৩), দলেননগরের আবু তালেব বিশ্বাস (গেজেট নম্বর ৮০১), শর্শনাদহের মোমিন উদ্দীন, লেবুতলার আবদুল খালেক (গেজেট নম্বর ৮১১), লেবুতলা ফুলবাড়ির ওয়াজেদ আলী (গেজেট নম্বর ৭৯৯), লেবুতলার আতিয়ার রহমান (গেজেট নম্বর ৮২৩), নওয়াব আলী, আজাহার আলী, ফতেপুর হামিদপুরের মৃত আলতাফ হোসেন (গেজেট নম্বর ১০৮৪), মৃত আকবর আলী (গেজেট নম্বর ১০৬৭), চাঁচড়া গোয়ালদাহের আরশাদ আলী (গেজেট নম্বর ২০৯৮), চাঁচড়ার মৃত মিজানুর রহমান (গেজেট নম্বর ১০৫৫), তালবাড়িয়ার গোলাম সরোয়ার (গেজেট নম্বর ৮৯৬), ডাকাতিয়ার হাবিবুর রহমান (গেজেট নম্বর ৯৫২), শ্যামনগরের মৃত মোজাহার আলী (গেজেট নম্বর ৯৬৪), মৃত মোজাহার আলী (গেজেট নম্বর ৯৬৪) ও নতুন উপশহরের গোলাম মোস্তফা (গেজেটনম্বর ২১৪৩)।

যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ জানান, সদর উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয় ২৭ জানুয়ারি। যাচাই-বাছাই শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে এ তালিকা চূড়ান্ত হয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: