পথশিশুদের জন্য ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’

প্রকাশিত: ০৮ মার্চ ২০১৭, ০৮:১৯ পিএম

ঢাকা: আজকের শিশুই আগামীর সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। পথে-ঘাটেই যাদের থাকা, বেড়ে ওঠা। এই পথশিশুদের সাহায্যে কিছু করার জন্যই ‘প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার-ওয়াকাথন’ হাঁটার প্রতিযোগিতা।

আগামী শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বেগুনবাড়ি ঘাট থেকে শুরু হওয়া এ হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাঁটতে হবে ৫ কিলোমিটার পথ।

‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ শীর্ষক এই প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা যত বেশি হবে তত বেশি অর্থ যোগ হবে পথশিশু সাহায্য তহবিলে। তহবিলে অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের 'এক টাকায় আহার' প্রোগ্রামে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানায়

এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে PRANName Phone Number District (Ex- PRANSajid 017*******Dhaka) লিখে 2323 নম্বরে এসএমএস করতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: