পতেঙ্গায় পানি শোধনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০৯:০৩ এএম

পানি শোধনাগারটির নাম ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিল ‘কর্ণফুলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। কারণ কর্ণফুলি নদীর তীরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে ৩৫ একর জমির ওপর ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে চট্টগ্রাম ওয়াসা।

রবিবার (১২ মার্চ) পতেঙ্গা বোট ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরনগরীর দীর্ঘদিনের পানি সংকট লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা দৈনিক ২১ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। এ সংখ্যা মোট চাহিদার মাত্র ৪২ শতাংশ। যেখানে প্রতিদিনের চাহিদা ৫০ কোটি লিটার পানি। তবে বিশাল এই প্রকল্প চালুর মধ্য দিয়ে বন্দরনগরীর বাসিন্দারা প্রতিদিন আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি পাবে। এর মাধ্যমে ৭০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব হবে।

জানা গেছে, শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ হলো কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের (কেডব্লিউএসপি) আওতায় নেওয়া তিনটি প্যাকেজের অংশ। ২০০৬ সালে এই বিশাল প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। ১ হাজার ৮৪৮ কোটি টাকা বাজেটের এই প্রকল্প পর্যাপ্ত জমি স্বল্পতার কারণে এতদিন আলোর মুখ দেখছিল না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: