সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কী?

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ১২:৩২ পিএম

অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কী?

উত্তর : মুনাফা শব্দের অর্থ লাভ। লাভ হলো— আমি ব্যবসা করছি, আপনাকে একটা পণ্য দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন। আমি যে টাকায় পণ্যটা কিনেছি, তার চেয়ে বেশি দামে বিক্রি করছি। এটা হচ্ছে মুনাফা।

আর সুদ হচ্ছে টাকার বিনিময়ে টাকা। আপনাকে আমি ১০ হাজার টাকা দিয়েছি এই মর্মে যে, আপনি এক বছর পরে আমাকে ১০ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ৫০০ টাকা দেবেন। এ ক্ষেত্রে ১০ হাজারের বিনিময়ে আমি ১০ হাজার ৫০০ টাকা পেলাম। এটাই সুদ।

আর আমি আপনাকে বর্তমান বাজারমূল্যে দুই মণ ধান দিচ্ছি, যার মূল্য এক হাজার ৫০০ টাকা। এই শর্তে দিচ্ছি যে আপনি আমাকে ছয় মাস পরে দেবেন দুই হাজার টাকা। এটা আমি মুনাফা করলাম। দুটির মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে।

একটা হলো টাকার বিনিময়ে টাকা। আরেকটা হলো ধানের বিনিময়ে টাকা। আবার ধানের বিনিময়ে যদি ধান নেওয়া হয়, তাহলে সেটা সুদ হয়ে যাবে। জিনিস দুটির ধরন যদি ভিন্ন হয়, তাহলে সেটা লাভ বা মুনাফা হয়ে যাবে এবং এটা চুক্তিভিত্তিক হতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: