ফেসবুক ও ইউটিউবে লাইভে আসছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০১:০৪ পিএম

ঢাকা: ফেসবুক ও ইউটিউবে লাইভে আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার ১১ মার্চ বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ফেসবুক ও Jatiya Samajtantrik Dal Jasod এর ইউটিউব আইডিতে সরাসরি যুক্ত থাকবেন এই জাসদ সভাপতি।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকালে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মহাসমাবেশ চলাকালে এ সংযোগের ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ও তাদের মতামত জানাতে পারবেন।

গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীন সমৃদ্ধি, মুক্ত ইন্টারনেট ও সবুজ টেকসই উন্নয়নের প্রবক্তা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জাসদ প্রধান হিসেবে মহাসমাবেশে সভাপতিত্ব করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: