আফ্রিকায় এনওয়ারের আঘাতে নিহত ৩৮

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০১:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড়ে ‘এনওয়া’র আঘাতে আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ৩৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আরো ১৫৮ জন আহত এবং ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলেও জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

প্রাথমিকভাবে দেয়া তথ্যে জানানো হয়, ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু এবং ১০ হাজার মানুষ ঘর হারিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, শুধুমাত্র দেশটির রাজধানীতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার মানুষ।

ঘূর্ণিঝড়টি বর্তমানে গতি হারিয়ে মাদাগাস্কার থেকে ৪০০ কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বড় ধরণের ক্ষতি করে গেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের। ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘ইরিনা’ ও ‘গিভেন্না’র কারণে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: