বিরল দৃষ্টান্ত স্থাপন করলো রয়েল বেঙ্গল টাইগার

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০২:০৮ পিএম

প্রথম বারের মতো দেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে রয়েল বেঙ্গল টাইগার তিনটি বাচ্চার জন্ম দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো।

গত ২৬ জানুয়ারি জন্ম নেয় এই তিন বাঘশাবক। শাবকগুলোকে নিবিড় পর্যবেক্ষণের সুবিধার্থে বিষয়টি গণমাধ্যমে তাৎক্ষণিক জানায়নি সাফারী পার্ক কর্তৃপক্ষ।

জন্মের ৪৫দিনের মাথায় শুক্রবার রাতে খবরটি গণমাধ্যমকে জানান সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও বঙ্গবন্ধু সাফারি পার্কের ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন। নবজাতক শাবক তিনটির মধ্যে একটি পুরুষ আর দু’টি মাদী।

পার্ক কর্তৃপক্ষ ইতিমধ্যেও আদর করে তাদের নামও রেখে দিয়েছেন। পুরুষ বাচ্চাটি বিজয় আর অপর দুই মেয়ে বাচ্চার নাম যথাক্রমে মাধুরী ও বিলাসী। বাঘীনি ও ৪৫ দিন বয়সী তিন নবজাতক সুস্থ আছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, আফ্রিকার জোহানেসবার্গ থেকে ২০১৩ সালে দেড় বছর বয়সী ৫টি মা বাঘ পার্কে আনা হয়। বাংলাদেশের প্রকৃতিতে বাঘগুলোকে অভ্যস্ত করতে পার্ক কর্তৃপক্ষ কয়েক মাস নির্দিষ্ট কনজার্ভেটরীতে রেখে পর্যবেক্ষণ ও পরিচর্যা করেন।

দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর গত ২৬ জানুয়ারি আমদানী করা ৫টির মধ্যে একটি মা বাঘ ৩টি বাচ্চার জন্ম দেয়। জন্মের পর থেকে শাবকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক বন্যপ্রাণী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নবজাতকেরা স্বাভাবিকভাবেই মা বাঘের দুধ খেয়ে সুস্থ আছে। মা বাঘকে প্রসবপরবর্তী বিশেষ সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাঘশাবকগুলোকে নিরাপত্তার প্রয়োজনে সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি। গঠন পরিপূর্ণ হলে ও চলাচলে স্বাভাবিক গতি আসা শুরু করলে শাবকগুলোকে নির্দিষ্ট কনজার্ভেটরীতে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হবে।



বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: