গল টেস্টে টাইগারদের বড় পরাজয়

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০২:১১ পিএম

স্পোর্টস করেসপন্ডেন্ট: গল টেস্টে শ্রীলঙ্কার কাছে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। পঞ্চম ও শেষ দিনে ৩৮৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৯৭ রানে গিয়ে থামে টাইগারদের ইনিংস।

দলের পক্ষে এ দিন কেউ ভালো অবদান রাখতে পারেনি। গতকালের অপরাজিত দুই ওপেনারের ব্যাটে স্বপ্ন দেখছিল টাইগার ভক্তরা। কিন্তু দিনের দ্বিতীয় বলেই সে স্বপ্ন ভেঙ্গে দেন সৌম্য সরকার। আসেলা গুনারত্নের বলে বোল্ড হয়ে ৫৩ রানে ফিরেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে প্রথম ইনিংসের মত এ ইনিংসেও ব্যার্থ মুমিনুল হক। প্রথম ইনিংসের মত এ ইনিংসেও পেরারার এলবির ফাঁদে পড়েন তিন। মাত্র ৫ রানেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। এরপর আসা যাওয়ার মধ্যে থাকে মুশফিক বাহিনি। শেষ পর্যন্ত ৬২.২ ওভারে গিয়ে থামে সফরকারিদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৪/১০।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৭৪/৬।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১২/১০।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯৭/১০।

ফল: শ্রীলঙ্কা ২৫৯ রানে জয়ী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: