অবশেষে দেশেই চালু হচ্ছে পেপাল

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ০১:১৫ এএম

ঢাকা: আউটসোর্সিং, ফ্রিল্যান্সারসহ প্রতিদিন আন্তর্জাতিক লেনদেনকারীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই দেশে চালু হচ্ছে অর্থ পরিশোধের জনপ্রিয় অনলাইন মাধ্যম পেপাল। আন্তর্জাতিক লেনদেন সম্পাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।

গতবছর সোনালী ব্যাংক ও পেপালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও চালু হয়নি পেপাল। তবে এবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতার পর পেপাল চালু হলে বিড়ম্বনা ছাড়াই আন্তর্জাতিক লেনদেন করা যাবে। বিশেষ করে আরও সহজ হবে প্রবাসীদের রেমিটেন্স সরবরাহ।

মূলত প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে পেপাল কার্যক্রম শুরুর উদ্যোগ। যার ধারাবাহিকতায় এই সাফল্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: