মৃত মিস্টার বিন টুইটারে লিখলেন কিভাবে সম্ভব?

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০২:০৭ এএম

বিনোদন ডেস্ক:আবারো ‘মিস্টার বিন’ খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর ভুয়া খবর ছড়ালো। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়, মিস্টার বিন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

গত ১৮ মার্চ টুইট করে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’

ওই টুইটটি প্রায় তিন লাখ শেয়ার হয়। অনেকেই শোক প্রকাশ করেন। পরে জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল।

পরে রোয়ান অ্যাটকিনসন নিজেই টুইট করে সুস্থতার কথা জানান। স্মাইলিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এর আগে ২০১৬ ও ২০১২ সালেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: