মাশরাফির তাণ্ডবের পরও নাটকীয় পরাজয়

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০৭:০৬ পিএম

স্পোর্টস করেসপন্ডেন্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলার পরও মাত্র ২ রানের জন্য পরাজয় নিয়ে মাঠে ছাড়তে হলো টাইগারদের।

টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ৩৫৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্ছ ৭২ রান করেন সাব্বির রহমান। এ ছাড়া এদিন ঝড় তুলেন টাইগারদের রঙিন পোশাকের দলপতি মাশরাফিও। তার ব্যাট থেকে আসে ৫৮ রান। অপরদিকে, ৭১ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ্। সৌম্য ৪৭, মুশফিক ২০, মোসাদ্দেক ৫৩ রান করেন।

এর আগে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের দলপতি মাশরাফি বিন মুর্তজা। টাইগারদের পক্ষে মাশরাফি, তাসকিন, আবুল হাসান ও সানজুমল ইসলাম নেন একটি করে উইকেট।

আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: