সুন্দরগঞ্জে নৌকার জয়

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০৯:১০ পিএম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা নৌকা প্রতীক জয় লাভ করেছে। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ৯টায় ১০৯ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল নির্বাচন কমিশনের হাতে চলে আসে।

ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট। ৩০ হাজার ৬৯ ভোট বেশি পেয়ে জয়ী হলেন গোলাম মোস্তফা।

আজ সকাল ৮ টার দিকে উপজেলার ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। র‌্যাব ও পুলিশসহ চারস্তরের নিরাপত্তায় বিরতিহীনভাবে ৮ ঘণ্টা ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গণনা শুরু করা হয়।

নির্বাচনে ১০৯টি ভোটকেন্দ্রের বিপরীতে ভোটগ্রহণের জন্য ১০৯ জন প্রিসাইডিং অফিসার, ৬৩৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং এক হাজার ২৭৪ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়ে যায়। তিনিও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: