ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০৪:৫১ এএম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় এ প্রর্যন্ত চারজন নিহত হবার খবর পাওয়া গেছে। ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের কিংস কলেজ হাসপাতালের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই হাসপাতালে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ছয়জনের অবস্থা অনেকটাই স্বাভাবিক।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ব্রিটেনের পার্লামেন্ট ভবনে ছুরি ও বন্দুক নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে বন্দুক ও ছুরি হামলাকে ‌‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ বলছে, আমরা এ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে মনে করছি।

তবে হামলায় বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদ আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানালেও হামলার সময় থেরেসাকে কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।

লন্ডনের পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: