নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ১১:১৬ এএম

নওগাঁর পত্নীতলায় উপজেলার চকসহবত গ্রামের একটি পুকুর থেকে বুধবার দুপূর আনুঃ ২টার দিকে ৫৪ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দিবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান জানান, চকসহবত গ্রামে তাদের পারিবারিক ঢেঁকিহারা নামক একটি পুকুর খনন করা হচ্ছিল। বুধবার দুপূর আনুঃ ২টার দিকে পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তি বের হয়ে আসলে শ্রমিকরা নূরুজ্জামানকে জানালে সে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ উক্ত পাথরের নারায়ণ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ উক্ত স্থান থেকে পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বর্ণকার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নারায়ণ মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটির ওজন ৫৪ কেজি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: