মাত্র ৩ মিনিটের হামলায় নিহত ৫, আহত ৪০

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০২:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিনের মতই লন্ডনের টেমস নদীর ওপর ওয়েস্টমিন্সটার সেতুতে ছিল পর্যটকের ভিড়। ফ্রান্সের এক দল ছাত্রছাত্রী সেতুর এক পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন।

কিছুটা দূরেই ব্রিটিশ পার্লামেন্টে চলছে অধিবেশন। আচমকা এক হামলকারি হুন্দাই ফোরহুইল কালো গাড়ি নিয়ে প্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়ল মানুষের ওপর। আততায়ী সহ এ পর্যন্ত মারা গেছে ৫ জন। আহত হয়েছেন চল্লিশ জন।

তারপর গাড়িটি পার্লামেন্ট ভবনের রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমে গেল। গাড়ির ভেতর থেকে বের হয়ে এল আততায়ী। হাতে ছুরি। প্রথমেই সে ঝাঁপিয়ে পড়ল সেখানে দায়িত্বরত এক পুলিশের ওপর। এরপর পুলিশের গুলিতেই সে মারা যায়। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুরো বিষয়টি মাত্র ৩ মিনিটে ঘটে যায় বলে ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে।

একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ানকেও দেখা যায়। অনেকে আতঙ্কে দৌঁড়ে পালাতে থাকেন। এঘটনায় লন্ডন জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। হামলার পর ব্রিটিশ পার্লামেন্ট পুলিশ কর্ডন দিয়ে রাখে।

প্রধানমন্ত্রী থেরেসা মে’কে একটি গাড়িতে করে অজানা গন্তব্যে নিয়ে যায় পুলিশ। লন্ডনে সাধারণ মানুষকে আসতে বারণ করে পুলিশ। পার্লামেন্ট ছাড়াও ওয়েস্টমিনিস্টার সেতু সহ আশে পাশের এলাকায় নিরাপত্তাবাহিনীর কঠোর নজরদারী শুরু হয়।

এসময় পার্লামেন্টের অধিবেশনে ব্যস্ত ছিলেন প্রায় দু’শো জন এমপি। তাদের পার্লামেন্ট ভবনের মধ্যেই থাকতে বলে কিছুক্ষণ পর লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা টিম ফ্যারন-সহ কয়েক জন রাজনীতিককে লন্ডন পুলিশের সদর দফতর নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

ওয়েস্টমিনস্টার সেতুর উপরে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনার সঙ্গে মিল রয়েছে নিস, মিউনিখ, জেরুজালেমে আইএস জঙ্গি হানার। এধরনের একাকি আততায়ীর হামলা ‘লোন উল্ফ’ হানা হিসেবে পরিচিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: