ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুর

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০৪:১৬ পিএম

হাইকোর্টের নির্দেশনার দেড় বছর পর অবশেষে ভোলা শহরের প্রান ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এর নেতৃত্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পুলিশ ও কোষ্টগার্ড এর উপস্থিতিতে শ্রমিক নিয়ে শহরের মোল্লা ব্রিজ থেকে ভোলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে।

আদালতের নির্দেশনা অনুযায়ী সীমানা নির্ধারণ করে খালের দুই পাড়ে গড়ে ওঠা ১৪৫ টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে দখলদারদের নোটিশ দেয়া হয়। যারা এ আদেশ অমান্য করে স্বউদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেয় নি, তাদের স্থাপনা ভেঙে দেয় প্রশাসন।

জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানান, অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া কাজ শুরু হয়েছে। ২/১ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে ।

উল্লেখ্য ২০১৫ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট দাখিল করে। পরে ওই বছরের ৪ মে আদালত ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন।



বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: