বাংলাদেশ ব্যাংকে ভয়াবহ আগুণ, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০৯:৫৯ পিএম

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৩ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহামুদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি।

জানা গেছে, ভবনটির ১৩তলায় বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ দফতর। আর এর ঠিক উপরের তলাতেই রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে মনিটরিং দফতর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: