শেরপুরে গাঁজা বিক্রির দায়ে মহিলার কারাদন্ড

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ১০:২৩ পিএম

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্বরের ভেতরে মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রির অপরাধে হালিমা বেগম (৪৫) নামে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ দন্ড প্রদান করেন।

হালিমা শহরের সাহাপাড়া মহল্লার মেছের আলী মল্লিকের স্ত্রী। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত মেছের মল্লিক ও তার স্ত্রী হালিমা শহীদ মিনার চত্বরের ভিতরে মুদীর দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। এরআগেও একাধিকবার মেছেল মল্লিককে গাঁজা বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে। তা সত্বেও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল ওই দম্পতি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে হালিমাকে হাতেনাতে গাঁজাসহ আটক করে কারাদন্ড প্রদান করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: