মেসির বিশেষণের প্রয়োজন হয় না

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ১২:০৬ এএম

স্পোর্টস ডেস্ক: ৮/১০ বছর ধরে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, সেরা কে? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? তাবৎ রথী-মহারথীরা নিজের মতো মত দিচ্ছেন। তবে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হারনান ক্রেসপো সরাসরি মেসিকেই সেরা মানছেন।

মেসির প্রশংসা ক্রেসপো বলেন, ‘মেসি স্বভাবতই মেসি। তার বিশেষণের প্রয়োজন হয় না। মেসিই বিশ্বসেরা। গত দশ বছর ধরে ফুটবল বিশ্বে দাপিয়ে খেলছে সে।’

গঞ্জালো হিগুয়াইনকে নিয়ে ক্রেসপো বলেন, ‘জাতীয় দলে কিছুটা খারাপ সময় পার করেছে হিগুয়াইন। কয়েক ম্যাচে গোল পায়নি সে। তবে আর্জেন্টিনা দলে অন্যতম সেরা স্ট্রাইকার হিগুয়াইন।’

শুক্রবার ভোর ৫টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: