ব্যাংকে আগুন লাগার ঘটনায় জিডি

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০৩:২৪ পিএম

বাংলাদেশ ব্যাংকে গতকাল রাতে আগুন লাগার ঘটনায় মতিঝিল থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি ওমর ফারুক।

ওসি জানান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল হক এ জিডি করেন। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমান জানানো হয়নি।

এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, সাধারণত বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। তবে কিভাবে ঘটেছে তা তদন্তের পরে জানানো হবে। আগুন কিভাবে লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত কমিটি সাত কার্যদিবসে প্রকাশ করে। আমরা তিন কার্যদিবসের মধ্যে তা প্রকাশের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ব্যাংকের ১৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট এসে তা নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান।

পরে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ জানান, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: