বায়ু দূষণ রক্তচাপের ঝুঁকি বাড়ায়!

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০৯:২০ পিএম

বায়ু দূষণের কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমবর্ধমান বেড়ে যেতে পারে। এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। উচ্চরক্তচাপ মানুষের অসুস্থতা ও অকাল মৃত্যুর অন্যতম কারণ।ইউরোপের বিভিন্ন নগরীর ৪১ হাজারের বেশি বাসিন্দার ওপর গবেষণা চালিয়ে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, ক্রমাগত শব্দ দূষণ বিশেষ করে যানবাহন সৃষ্ট শব্দদূষণ মানুষের হাইপারটেনশনও বাড়িয়ে দিতে পারে।

গবেষণায় দেখা যায় গেছে, একই বয়সের ব্যক্তি যিনি শহরের বায়ু ও শব্দ দূষণ এলাকায় বসবাস করছেন তার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম দূষণ এলাকায় বসবাস করা ব্যক্তির তুলনায় অনেক বেশি।

গবেষকরা জানান, একইভাবে কম ওজনের ব্যক্তির চেয়ে বেশি ওজনের ব্যক্তির উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।

জার্মানির ডুয়েসেলডরফের হেনরিখ-হাইনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারবারা হফম্যানের নেতৃত্বে ৩৩ জন বিশেষজ্ঞ এ গবেষণা চালান। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি ও স্পেনের ৪১ হাজার ৭১ জন বাসিন্দার ওপর পাঁচ থেকে নয় বছর এই গবেষণা চালানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: