যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০২:২২ পিএম

নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জের গজারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে ৩১ বার তোপধ্বনি পর শহীদ স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গজারিয়া উপজেলা প্রশাসন। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি,বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলণ করা।

সকাল আটটা গজারিয়ায় পাইলট হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন,দুপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনাম শিল্পীদের দেশাত্ববোধক গান পরিবেশন করার কথা রয়েছে।

এসব অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রেফায়েত উল্লাহ খান তোতা,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: