নিরাপত্তা জোরদার করতে সুপ্রীম কোর্টের নির্দেশনা

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ০৪:৩৭ পিএম

সম্প্রতি দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বিচারকদের বাসভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

গত ২৩ মার্চ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা পাঠানো হয়েছে। ২৭ মার্চ সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। এমন প্রেক্ষাপটে সব আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: