অষ্ট্রেলিয়া উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডেবি'

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ০৬:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:অষ্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেবি’। ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাচাতে ইতোমধ্যে কুইন্সল্যান্ডের প্রায় সাড়ে তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। স্থানীয় সময় সকালে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি চার মাত্রার হতে পারে।

তবে কর্তৃপক্ষের সতর্কতা জারির পরেও অনেক বাসিন্দাই নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে রাজি হননি। ঘূর্ণিঝড়ের আঘাতে ভারি বর্ষণ এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে কুইন্সল্যান্ডের ১০২টি স্কুল এবং ৮১টি শিশু শিক্ষাকেন্দ্র এবং দুটি বন্দর বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় টাউন্সভিলে এবং ম্যাকেই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: