টাইট পোশাকে আটকে গেল ২ কিশোরীর বিমান ভ্রমণ

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭, ০৯:২৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক: শুধু লেগিংস (এক ধরনের আঁটোসাঁটো পাজামা) পরিধান করায় যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ দুই কিশোরীকে ফেরত দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে মিনেপোলিসগামী বিমানে রোববার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ওই দুই কিশোরীকে বিমানে উঠতে না দেয়ায় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে।

শুধু লেগিংস পড়ার কারণে দুই কিশোরীকে বিমান কর্তৃপক্ষ বোর্ডিং সম্পন্ন করতে দেয়নি। ফলে তারা পরিবারের সঙ্গে মিনেপোলিস যেতে পারেননি।

ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মীরা ওই দুই কিশোরীকে লেগিংসের ওপর অন্য কোনো পোশাক পরিধান অথবা পোশাক পরিবর্তন করার কথা বলেন। সেটি না করায় তাদের দু'জনকে ফেরত পাঠানো হয়।

এ ঘটনার পরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়েদের অধিকার নিয়ে কাজ করেন এমন একজন নেত্রী শ্যানন ওয়াটস টুইটারে বলেন, 'ওই পরিবারটির বাবা শর্টস পরিহিত অবস্থায় বিমানে উঠতে পারলেও মেয়ে দুটো পারল না। আমার জানার খুব ইচ্ছে এ পর্যন্ত কতজন পুরুষকে এ রকম পোশাক পরিধান করায় বিমানে উঠতে বাধা দেয়া হয়েছে?'

সমালোচনার জবাবে অবশ্য ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, তাদের ড্রেস কোড রয়েছে এবং সেটা তারা পরিপালন করেন। ওই যাত্রীদের কাছে ‘ইউনাইটেড পাস ট্রাভেলার্স’র টিকেট ছিল, যাতে ড্রেসকোডও লেখা ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: