বোচা বাবু হত্যায় গ্রেফতার ৪

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭, ০৩:২১ পিএম

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত বোচা বাবু হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সালেহ, মুসা, নাসির ও বাবু। এদের মধ্যে সালেহ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের কর্মী রিজভী হাসান বাবু ওরফে বোচা বাবু ওরফে শুটার বাবু (৩৪) ও আহসানুল হক ইমনের (৩০) ওপর গুলি চালায়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে মারা যান বাবু।

তার বাবা আবুল কালাম ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। এছাড়াও বাবুর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা ছিল। বাবুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: