জিহাদকে উদ্ধারে বশিরকে অনুমতি দেয়নি ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৪, ০৭:১০ এএম

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে ৫শ' ফুট গভীর পাইপে আটকা পড়া চার বছরের শিশু জিহাদকে উদ্ধারে স্বেচ্ছাসেবক বশির আহমেদকে অনুমতি দেয়নি ফায়ার সার্ভিস।

এর আগে বশির রানা প্লাজায় ধসে ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সাহায্য করেছিলেন। শুক্রবার চার বছরের শিশু ৫শ' ফুট গভীর পাইপে পড়ে যাওয়ার পর ছুটে আসেন বশিন। তিনি ওই শিশুটিকে উদ্ধারে ঝুঁকি নিতে প্রস্তুত। কিন্তু তাকে এই ঝুঁকি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার আহাম্মেদ আলী খান বলেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। একটি জীবন বাঁচাতে আরেকটি জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া যায় না। কাজটি খুবই ঝুকিপূর্ণ হওয়ায় বশিরকে এখনো পাইপে নামার অনুমতি দেওয়া হয়নি। তবে শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বাত্বক চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: