ঘরে বসেই তৈরি করুন ভিন্ন স্বাদের পাটিসাপ্টা

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০২:২১ এএম

বাঙালী অথচ কোন পিঠার সাথে পরিচিত নয় এমন হতেই পারেনা। শীত এলেই সবার মাঝে পিঠা পায়েসের একটা ধুম পড়ে যায়, গ্রামে গ্রামে ঘরে ঘরে পিঠার উৎসব হয় এমনকি শহর তুলিতেও বসে পিঠার মেলা।

সে যাই হোক আমারা সবাই কম বেশি পাটিসাপ্টা পিঠার সাথে পরিচিত এবং প্রায় সকলেই পছন্দ করি। চলুন যেনে নেই পাটিসাপ্টা পিঠা তৈরির নতুন একটি পদ্ধতি:

প্রয়োজনীয় সামগ্রীঃ

দুধ = ১.২৫ লিটার
চালের গুরা = ২৫০ গ্রাম
চিনি = স্বাদ মতো
লবন = স্বাদ মতো
খেজুর গুর = পরমাণ মতো
কিসমিস = ১০০ গ্রাম
কাজু বাদাম = ২০ গ্রাম
পেস্তা বাদাম = ২০ গ্রাম
ডিম = ১ টি
তেল = সামান্য

করনীয়:

ধাপ-১
একটি পাত্রে সম্পুর্ন দুধ জ্বাল দিয়ে বলক এলে ০.২৫ লিটার দুধ একটি পাত্রে তুলে রাখুন ও বাকী দুধ আরও জ্বাল দিন ও ঘন ঘন নারতে থাকুন। দুধ ঘন হয়ে এলে তাতে এক দুই টেবিল চামচ চালের গুরা, কাজু বাদাম, পেস্তা বাদাম স্বাদ মতো লবন ও চিনি এবং কিসমিস দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। ক্ষীরসা ঘন ঘন হয়ে এলে একটি বড় ছড়ানো পাত্রে ঢেলে ছরিয়ে দিন।

ধাপ-২
এবার একটি খারা পাত্রে বকি চালের গুরার সাথে তুলে রাখা দুধ ও ডিম ফেটে মিশিয়ে দিন, পরিমান মতো লবণ ও খেজুরের গুর দিয়ে মিসান।

ধাপ-৩
প্রথমে একটি চিতরানো করাই চুলায় দিয়ে গরম করুন, ছোট পাত্রে তেল নিয়ে ছোট এক টুকরো কাপড়ে ভিজান। ওই কাপড় দিয়ে কড়াই মুছুন। কড়াই কিছুটা তৈলাক্ত হলে তাতে চালের গুরার মিশ্রন এক টে চামচ পরিমান ঢালুন ও চপড়ির মতো করে ছড়িয়ে দিন। এবার তার উপরে এক টেবিল চামচ পরিমান ক্ষীরসা দিয়ে পাটির মতো করে পেঁচিয়ে নিন। এভাবে খুব সহজেই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের পাটিসাপ্টা।

এখন থেকে আর বাইরের নয়, ঘরে বসেই চটপট তৈরি করতে পারেন সবার প্রিয় ও পরিচিত ভিন্ন স্বাদের পাটিসাপ্টা।

সম্পাদনা: শাম্মী

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: