তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল

প্রকাশিত: ০২ মার্চ ২০১৫, ০৮:৩৪ পিএম

ঢাকা: কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে একটি তহবিল গঠন করবে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের বিক্রয় মূল্য থেকে তিন পয়সা নিয়ে এ তহবিল গঠন করা হবে।

এছাড়া আরো ৩টি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন ২০১৫, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ২০১৫, বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৫।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: