আইপিএলে ডিজে গান নিষিদ্ধ !

প্রকাশিত: ১৪ মে ২০১৫, ০৪:৪৬ এএম

আইপিএলে খেলার ফাঁকে ফাঁকে গান বাজছে এটা নিত্ত নৈমত্তিক ব্যাপার। কিন্তু হঠাৎই আইপিএল ফাইনাল আসার আগে হোঁচট খেল সিএবি। তাও আবার আদালতের কাছে।

বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফাইনালের দিন রাত দশটার পর ইডেনে মাইক বাজানো এবং ম্যাচ শেষে বাজি ফাটিয়ে জয়োৎসব করা সম্পূর্ণনিষিদ্ধ।

আর বাজানো হলেও সেই শব্দের মাত্র যেন ৯০ ডেসিবেলের বেশি অতিক্রম না করে। এ ব্যাপারে সিএবি হাইকোর্টের দ্বারস্থ হলেও এদিন তাদের নিরাশ হয়েই ফিরতে হল। আইপিএলের আট বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার ই ইডেন ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছিল। সেবছরেও বেশি রাতে লাউডস্পিকার বাজানো বা বাজি ফাটানোর ক্ষেত্রে প্রথমে নিষেধাজ্ঞা জারি করেও পরে অনুমতি দেয় হাইকোর্ট।

কিন্তু এবার সেটা হল না। দ্বিতীয়বারের জন্য আইপিএল ফাইনালে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আগামী ক’দিনে ব্যাপক কোনও রদবদল না হলে আইপিএল ফাইনালের রাতে ‘ডিজে’-র গান কিংবা বাজির প্রদর্শনী দেখার থেকে এবছর বঞ্চিতই থাকতে হবে ইডেনের দর্শকদের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: