সৌদি আরবে ব্লগারের হাজার বেত্রাঘাতের শাস্তি বহাল

প্রকাশিত: ০৮ জুন ২০১৫, ০৭:১৩ এএম

সৌদি আরবে রাইফ বাদওয়ানি নামের এক ব্লগারের এক হাজার বেত্রাঘাত ও ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই দণ্ড নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পরও এ দণ্ডাদেশ অব্যাহত রাখা হল।

গত জানুয়ারিতে বাদওয়ানিকে জেদ্দার একটি মসজিদের বাইরে প্রকাশ্যে ৫০ বার বেত্রাঘাত করা হয়। বেত্রাঘাতের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদিআরব।

পরে অবশ্য তাকে আর বেত্রাঘাত করা হয়নি। প্রতি শুক্রবার বেত্রাঘাত করার কথা থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ নন এমন কথা বলে তার শাস্তি স্থগিত করা হয়।

ইলেকট্রনিক মাধ্যমে ইসলামকে ‘অবমাননা’ করায় অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১২ সালে গ্রেফতার করা হয় বাদওয়ানিকে। তখন থেকেই সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মহল।

সৌদি আরবে কোনো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে সহ্য করা হয় না। কঠোর ইসলামিক আইন দ্বারা তা দমন করা হয়। সূত্র: এএফপি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: