যাদের জন্য আমরা লজ্জিত...

প্রকাশিত: ৩০ জুন ২০১৫, ০৫:৫১ পিএম

নাসিরকে নিয়ে বাজে মন্তব্যকারীর কয়েকজন সনাক্ত করা হয়েছে। ফেসবুক দুনিয়ায় ঐসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। নাসিরের অপমানে ক্ষেপেছেন ক্রিকেটাররাও।

ঘটনার সূত্রপাত, ছোটবোনকে নিয়ে রংপুর যাওয়ার পথে সেলফি তুলেছিলেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর সেই ছবি পোস্ট করেছিলেন নিজেরফেসবুক পেজে। একই সঙ্গে পোস্টে লিখেও দিয়েছিলেন- এটা তার ছোট বোন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই ছবিই নিয়েই তোলপাড়।কিছু মানসিক বিকৃতিতে ভোগা সমর্থকের কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্যের কারণে শেষ পর্যন্ত ছবিটি সরিয়ে নিতেই বাধ্য হয়েছেন নাসির।

নাসিরের বোনকে নিয়ে ফেসবুক ইউজারদের বাজে মন্তব্য এবং তার ছবি সরিয়ে নেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।

নাসিরের সমর্থনে এবং বাজে মন্তব্যকারীদের মন্তব্যের প্রতিবাদে নিজের অফিসিয়াল ফেজবুক পেইজই বন্ধ করে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার পেইজটি ছিল ফেসবুক কর্তৃক ভেরিফাই করা।

নাসির ছবিতে বাজে কমেন্টস-এর ঘটনায় ক্ষুব্ধ, বিরক্ত ও মর্মাহত হন মাশরাফি। এ কারণেই নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিয়ে সেটির প্রতিবাদ জানান তিনি। মাশরাফি বলেন, ‘পেইজ বন্ধ করে দিচ্ছি শুধু মাত্র নাসিরের জন্য। নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেইসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, দরকার নাই আমার এসব।’

মাশরাফি প্রথমে তার নিজের পেইজটি বাংলাদেশে রেস্ট্রিক্ট করে দেন। যাতে বাংলাদেশের ইউজাররা তার পেইজটি দেখতে না পান। কিন্তু শেষ পর্যন্ত এতটাই ক্ষুব্ধ হন যে পেইজিই বন্ধ করে দেন। তবে পেইজ বন্ধ না করলেও এ ঘটনার প্রতিবাদে নিজের পেইজটি রেস্ট্রিক্ট করে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইউজাররা তার পেইজে প্রবেশই করতে পারছেন না। এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেইজে তিনি বেশ শান্ত, অথচ ক্ষব্ধ কণ্ঠেই লেখেন, ‘আমরা এদেশের সমর্থকদের জন্য গর্ববোধ করি। মাঠে যখন আমরা খেলি, তখন তাদের সমর্থন আর উৎসাহে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। আশা করি এটা চিরদিনই থাকবে। তবে মাঠের বাইরে সমর্থকদের কিছু কিছু কর্মকাণ্ডে আমরা বেশ বিব্রত হই। দয়া করে সামাজিক যোগাযোগ সাইটে কেউ বাংলাদেশি ক্রিকেটার কিংবা বিদেশি কোন ক্রিকেটারের নামে কোন বাজে মন্তব্য কিংবা স্ট্যাটাস পোস্ট করবেন না। সবাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজের অবস্থান থেকে দেশের
মান-সম্মান তুলে ধরার। এ কারণে আমরাও কিছু সম্মান আশা করি। দয়া করে সবাই ইতিবাচক চিন্তা করবেন।’

এদিকে নাসির হোসেনের ফেসবুক পেজে তার বোনের সাথে তোলা ছবি পোস্ট করার পর সেখানে নোংরা মন্তব্যকারীদের শনাক্ত করা হয়েছে। এসব অসুস্থ মানসিকতার ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে গোটা অনলাইন জুড়ে।

এই ঘটনার পর নাসিরের সাথে করা এমন নোংরামির বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা ফেসবুক। নিন্দার ঝড় বয়ে যায় এসব মন্তব্যকারীদের বিরুদ্ধে এবং একইসাথে এমন ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করে স্ট্যাটাসও দেন। সেই সাথে দাবি উঠে উক্ত ঘটনায় দোষীদের শাস্তির দেয়ার জন্য।

মাশরাফির ফেসবুজ পেইজ বন্ধ করে দেওয়ার পরই ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে নাসিরের ছবিতে নোংরা মন্তব্যকারীদের বিরুদ্ধে। নাসিরের ডিলিট করা ছবির স্ক্রিনশট দেখে উক্ত নোংরা মন্তব্যকারীদের ফেসবুকে সার্চ করে তাদের ফেসবুক আইডি বের করা হয়। সেই সাথে বের হয়ে আসে তাদের নাম, পরিচয় এবং ছবি। পুরো ফেসবুক জুড়ে এখন এসব মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করে শাস্তির দাবি করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: