মানুষরা বন্দি খাঁচায়, দেখতে আসে বাঘ-সিংহ (ভিডিও)

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৬ পিএম

আরেফিন সোহাগ,
স্টাফ করেসপন্ডেন্ট:

চিড়িয়াখানায় গেলে দেখা যায় বাঘ অথবা সিংহ খাঁচার মধ্যে থাকে। আর পর্যটকরা থাকে বেইরে। অনেক আনন্দে আমরা অনেকে উপভোগ করে থাকি। খাঁচার মধ্যে বন্দি জন্তু জানোয়াররা যদি থাকে বাইরে আর মানুষ যদি থাকে খাঁচার মধ্যে তাহলে কেমন দেখাবে? কিন্তু এমন কোনও চিড়িয়াখানার নাম শুনেছেন কি যেখানে মানুষরা বন্দি খাঁচায় আর দল বেঁধে তাদের দেখতে এসেছে?

হ্যাঁ, ড্রাগনের দেশ চিনে এমনই এক চিড়িয়াখানা আছে। যেখানে মুক্তাঞ্চলে ঘুরে বেড়ায় বাঘ, সিংহ, হাতি, পান্ডারা, আর মানুষ খাঁচায় বন্দি হয়ে তাদের দেখতে যায়। অবশ্য খাঁচায় বন্দি মানুষদেরও দেখতে আসে জন্তুরা।

চিনের চংগিং শহরের লেহে লেদু ওয়াইল্ড লাইফ সেন্টারে ঘুরে আসা মানুষেরা বলেন, ব্যাপরটা দারুণ। মাঝে মধ্যে নাকি বাঘ, সিংহ ঝাঁপিয়ে পড়ে মানুষবন্দি করা খাঁচায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: