মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জুতা মারলে সওয়াব হবে: পার্থ

প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৪, ১২:৪৪ এএম

মন্ত্রী লতীফ সিদ্দিকী মুহাম্মদ সা., হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করায় তাকে ‘ডিজিটাল নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ তার ফেসবুকে লিখেছেন, ”এটি খুব দুঃখ ও বেদনার যে, ডিজিটাল নাস্তিক আজ মন্ত্রী। এই লোককে জুতা মারলে হয়ত মিনাতে (মক্কা) শয়তানকে পাথর মারার মতো সওয়ার পাওয়া যাবে না, কিন্তু কিছু সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে।”

প্রসঙ্গত, রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে স্থানীয় টাঙ্গাইল জেলা সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ইসলামের অন্যতম স্তম্ভ হজ ও তাবলিগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়, স্থানীয় সাংবাদিকদের নিয়েও তিনি কটূক্তি করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: