‘ড্র্যাগ কুইন’ দের কাছে ক্ষমা চাইল ফেইসবুক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৪, ১০:২১ পিএম

‘ড্র্যাগ কুইন’ নামে পরিচিত যৌন সংখ্যালঘুদের কাছে ক্ষমা চেয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। কিছুদিন আগে প্রকৃত নাম ব্যবহার না করার অভিযোগে তাদের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছিল সামাজিক যোগাযোগের শীর্ষ সাইটটি।

ফেইসবুক কর্তৃপক্ষ এখন সবাইকে তাদের ফেইসবুক প্রোফাইলে ‘বাস্তব জীবনে ব্যবহৃত’ নাম ব্যবহারের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে ফেইসবুক প্রকৃত নাম ব্যবহারের শর্ত থেকে সরে এল এবং নতুন নিয়মে বাস্তব জীবনে কেউ ছদ্মনামে পরিচিত হলে সেটিও ফেইসবুকে ব্যবহার করার সুযোগ তৈরি হল।
ফেইসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনার শিকার হওয়ায় ড্র্যাগ কুইন, ড্র্যাগ কিং, ট্রান্সজেন্ডার এবং আমাদের বন্ধু এবং প্রতিবেশী এলজিবিটি সম্প্রদায়ের সকল সদস্যের কাছে ক্ষমা চাইছি।’
২ হাজারের বেশী স্বাক্ষরসহ পিটিশন দায়ের আর অভিনয়শিল্পী সিস্টার রোমার হ্যাশট্যাগ কার্যক্রমের মতো আন্দোলনের মুখে নিজেদের ভুল বুঝতে পারে ফেইসবুক কর্তৃপক্ষ।
ট্রান্সজেন্ডার ল সেন্টারের মুখপাত্র মার্ক স্নাইডার সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সান ফ্র্যানসিসকোর রাস্তায় পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ এখন বিজয় উৎসব হিসেবে পালন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: