সরকার লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলছে: খালেদা জিয়া

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৪, ১২:৩৯ এএম

ঢাকা: বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে সরকার ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে ভোগদখল করছে ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন খালেদা জিয়া।

বেগম জিয়া বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব চায়। আমাদের সরকারের আমলে সব ধর্মের মানুষ সমান সুযোগ উপভোগ করেছে। অথচ আজ জবর দখল করে যারা ক্ষমতায় আছে তারা হিন্দুদের জায়গা জমি দখল করছে।”

খালেদা বলেন, “বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপি জনগণের দল। এখানে জনগণ মানে সকল ধর্মের মানুষ। আমাদের সরকার হবে জনগণের সরকার।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: