বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আজীবন সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৯ পিএম

বিশ্বের খ্যাতিমান রাজনৈতিক নেলসন ম্যান্ডেলা কিংবা মহাত্মা গান্ধীর ন্যায় বঙ্গবন্ধুও একজন বড় মাপের নেতা ছিলেন । আজীবন তিনি সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য । আমরা বাংলা ভাষার স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, এখন প্রয়োজন অর্থনৈতিক মুক্তি । আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, রিয়াদ কার্য্যনির্বাহী সংসদ, পূর্বাঞ্চলীয় প্রাদেশিক কমিটি কর্তৃক আয়োজিত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরবস্হ বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব মিজানুর রহমান এ কথা বলেন ।

বৃহঃ বার রাতে রিয়াদের নায়াগ্রা রেস্তোরায় সংগঠনের সভাপতি আব্দুল আইয়ুমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল হায়দার ভুঁইয়ার সাবলিল উপস্হাপনায় প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম ভুঁইয়া ।

রাষ্ট্রদুত গোলাম মসীহ`র প্রতিনিধি মিজানুর রহমান আরও বলেন, আপনারা যারা সৌদি আরবে আছেন, তারা অবশ্যই এই দেশের আইন কানুন মেনে চলবেন । হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরন না করে ব্যাংকিং চ্যানেলে প্রেরন করুন । এতে দেশ এবং জাতি উপকৃত হবে ।

সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় । এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের গান পরিবেশন করেন উপস্হিত শিল্পীরা ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, যুবলীগ সভাপতি শওকত ওসমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রবাসী শিবচর আওয়ামী নেতা মোতাহার হোসেন, কিং সউদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রেজাউল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, নাছিম আওয়ামী নেতা খলিলুর রহমান, আরিফুল হক কোহিনুর হালাদার, প্রবাসী লাকসাম-মনোহরগন্জ আওয়ামী নেতা মাসুদ পারভেজ , কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ছাত্র নাহিয়ান, শেখ জামাল, ফারুক খাঁন, আল আমিন স্বজল, শহিদ মাতবর, আহছান হাবিব জাদু মিয়া, লুৎফর রহমান লিটু মাতবর, এনামুল বাবর, হানিফ খসরু, বাদল মোল্লা প্রমূখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন শাহবাজ ।

অস্হায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ।

অস্হায়ী শহীদ মিনারটি পাঁচ দিনে নির্মাণ করেন, প্রিন্স জুয়েল, শাহাদাত হোসেন মাতবর, রাসেদ আকন্দ, বাচ্চু মোল্লা ও সোহেল হাওলাদার ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, প্রবাসী কোম্পানীগন্জ আওয়ামী নেতা নিজামউদ্দিন ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: