ব্যাটিং লাইনে পরিবর্তন আসবে?

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনেক প্রশ্ন জমা হচ্ছে বাংলাদেশ শিবিরে। ব্যাটসম্যানদের ব্যর্থতা বেশ ভালোভাবেই চোখে আঙুল দিচ্ছে। লঙ্কানদের আগ্রাসী বোলিং আক্রমণ স্বাগতিকরা কীভাবে সামলায় সেটাই দেখার বিষয়।

ব্যাটিং লাইনআপে আজ পরিবর্তন আনার কথা বলছেন নীতি-নির্ধারকদের একাংশ। সে কথা কোচ-অধিনায়কেও জানানো হয়েছে। তবে সূত্র বলছে, হাথুরুসিংহে-মাশরাফি অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার কথা বলছেন। পরিবর্তন হবে কী না, সেটা ম্যাচের আগে বলা সম্ভব নয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল। পেসারদের নিয়ে অতটা চিন্তা নেই। আল-আমিন, মুস্তাফিজ, মাশরাফি, তাসকিন বেশ ভালোই করছেন।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টের আশা বাঁচিয়ে রাখে। পরবর্তী রাউন্ডে যেতে হলে আজ জিততেই হবে।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক মালিঙ্গার হাঁটুর ইনজুরি নিয়ে দলটিতে কিছুটা অস্বস্তি রয়েছে। লঙ্কান দলের পক্ষ থেকে বলা হয়েছে, হয়তো মালিঙ্গা খেলবেন। লঙ্কানরাও প্রথম ম্যাচে আমিরাতকে হারায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: