সমালোচকদের মুখ বন্ধ করলেন সাকিব!

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৩৮ এএম

সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে মাঠে নেমে শুরুও বেশ করেছেন তারা।কিন্তু তাদেরকে বেশিদূর আগাতে দেয় নি সাকিব আল হাসান।

সাকিব আল হাসান নিজের প্রথম ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে আঘাত হানে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনা শুরু করে বাংলাদেশ। শুধু এখানেই থেমে থাকেন নি আজকের ম্যাচে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার পাশাপাশি ২টি ক্যাচও ধরেছেন তিনি।

বেশ কতদিন ধরে নিজের বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে ছিলেন সাকিব। কিন্তু তিনি কখনও নিজেকে যোগ্য বলে কোনও কিছু বলতে আসেন নি। এবার নিজের খেলার মাধ্যমে জানিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার তার নামের পাশেই সাঁজে। টাইগার বাহিনীর নেতৃত্ব দেয়া মাশরাফি সবসময় তার পাশে ছিলেন। মাশরাফির বিশ্বাসের মর্যাদাও রেখেছেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে ৩২ রান করেন তিনি। সাব্বিরের সাথে খুব ভালোভাবে তাল মিলিয়ে খেলেছেন তিনি। রানের খরা এখনও সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেন নি তিনি। তবে বল হাতে অবশ্যই পুষিয়ে দিয়েছেন। সকলের ভাল খেলার কারণে আজ শ্রীলঙ্কার সাথে ২৩ রানের জয় তুলে হাসি মুখে ঘরে ফিরেছেন মাশরাফি বাহিনী। ফাইনালে যাবার পথে এখন একমাত্র বাঁধা পাকিস্তান। এখন সেই ম্যাচের দিকে নজর বিশ্ববাসীর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: