সুপ্রিমকোর্ট বারের নির্বাচন ২৩ ও ২৪ মার্চ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৭ পিএম

সুপ্রিমকোর্টের আইনজীবীদের বৃহত্তর সংগঠন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ মার্চ।

গতকাল রোববার সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এবারের নির্বাচন আগামী ২৩ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের নির্বাচনে ৫ হাজার ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট হারুনুর রশিদ। ২৩ ও ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেল ও আওয়ামী সমর্থিত আইনজীবীরা সাদা প্যানেলে অংশ নেয়। এছাড়া অন্যান্য দল সমর্থিত আইনজীবীরা এ নির্বাচনে অংশ নিয়ে থাকেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: