BD24Live
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭, ৯ চৈত্র ১৪২৩
গাজী হানিফ মাহমুদ,

নরসিংদী প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৬ ফেব্রুয়ারি ২৯ ১৭:০৩:২০
ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জেলখানা মোড় থেকে ভেলানগর বাসস্ট্যন্ড পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে। এতে সড়ক অপ্রশস্থ হয়ে পড়ায় জনগণের যাতায়াতে বিঘ্নিত ঘটাসহ অহরহ দূর্ঘটনা ঘটে আসছিল। এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হলেও এসব অপসারণ করা হয়নি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

নরসিংদী সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো: মোতাকাব্বির আহমেদ জানান,পর্যায়ক্রমে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত:

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে