নাশকতার ৭ মামলায় মিন্টুর জামিন

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৫ পিএম

ঢাকা: ঢাকায় নাশকতার সাত মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

আজ সোমবার পল্টন থানার পাঁচ এবং রমনা ও শাহবাগ থানার একটি করে মামলায় আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে বিচারক মারুফ হোসেনের আদালত পল্টন থানার এবং খুরশীদ আলম রমনা ও শাহবাগ থানার মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শুনানিতে তার আইনজীবীরা বলেন, প্রথম শ্রেণির ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিন্টু হূদরোগে আক্রান্ত; মারাত্মক অসুস্থ। এসব মামলায় অনেকেই জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলাতেই নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ নেই। সে কারণে তিনি জামিন পেতে পারেন। এ সময় তার পক্ষে চিকিত্সার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: