টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

প্রকাশিত: ০১ মার্চ ২০১৬, ০১:০৮ এএম

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পরেই মিরপুর স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস পর্ব। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। ফলে প্রথম ইনিংসেই বল হাতে মাঠে নামতে হচ্ছে আমির-ওয়াহাব-সামিদের।

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। গত শনিবার পাক-ভারত মহারণে বড় পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে হাফিজ-মালিকদের। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অতি আত্মবিশ্বাসী হতে গিয়ে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। যদিও বল হাতে মোহাম্মদ আমির শুরুর দিকে ঝলক দেখিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নাই পাকিস্তানের।

অন্যদিকে আরব আমিরাতের আসলে হারানোর কিছুই নাই। প্রথম দুই ম্যাচে তারা হেরেছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। তবে হারলেও বল হাতে প্রতিপক্ষ শিবিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে তারা। শ্রীলঙ্কাকে ১২৯ রানে ও বাংলাদেশকে ১৩৩ রানে বেধে ফেলার কৃতিত্ব দেখিয়েছিল আকিভ জাভেদ শিষ্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: