স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৪, ০৫:১৫ এএম

ঢাকা: ভারত থেকে সরবরাহকৃত লাইনে ত্রুটি দেখা দেয়ায় জাতীয় গ্রিডে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সারাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বিদ্যুতের এমন বিপর্যয় আগে কখনো ঘটেছে বলে কেউ স্মরণ করতে পারেননি। এর আগে বিভিন্ন সময় জাতীয় গ্রিডে যান্ত্রিক বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলেও তা ছিল আংশিক। শনিবারের মতো একযোগে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে যাওয়া আগে কখনো দেখেনি দেশবাসী।

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯টি, নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬টি ইউনিটই বন্ধ রয়েছে। এছাড়া ভেড়ামায় বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটির কারণে সবকটি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়।

পিডিবির চেয়ারম্যান জানিয়েছেন, জরুরি মেরামত চলছে। এরই মধ্যে কয়েকটি কেন্দ্র চালু হয়েছে। বিকল্প ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম চলছে।

ইন্টারনেট বিহীন অবস্থার মত বিপর্যয়ও দেখা দিয়েছিল ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর দেশটির। জনমনে আতঙ্কও কম দেখা যায়নি। সন্ধ্যা থেকে দোকানপাট বন্ধ করতে শুরু করেছিল দোকানিরা।

দোকানে দোকানে ঘুরেও সন্ধ্যার দিকে মোমবাতি খুঁজে পাননি অনেকে। মোমবাতি, পানির জন্য মানুষকে ছুটোছুটি করতে দেখা গেছে।

রাজধানীর বাসাবাড়ি থেকে শুরু করে মসজিদে পর্যন্ত পানির তীব্র সংকট দেখা দেয়। পানি সংকটে বিপাকে পড়েন অনেক মুসল্লি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: