আখাউড়া স্থলবন্দরে রোববার আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড (আইসিপি) চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যেই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: