লঙ্কানদের গুড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:০৯ এএম

স্পোর্টস ডেস্ক: বাঘের সামনে দাঁড়াতে পারলো না সিংহের দল। ১৪৭ রানের জবাবে বাংলাদেশি বোলারদের দাপটে ১২৪ রানে থেমে গেলো শ্রীলঙ্কা। মাশরাফি বিন মুর্তজার দল জিতে গেলো ২৩ রানের ব্যবধানে।

২০ রানের মাথায় সাকিব আল হাসানের বলে সৌম্য সরকারের এক দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছিলেন লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান। সেখান থেকে ৫৬ রানের এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান দিনেশ চান্দিমাল ও শিহান জয়সুরিয়া।

শ্রীলঙ্কার বিপর্যয়ের সূচনা হয় এরপর থেকেই। আর তাতে শেষমেশ তাতে ২০ ওভারের শেষ পর্যন্তই খেললো শ্রীলঙ্কা। কিন্তু, তাতে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচ জিতে গেলো বাংলাদেশ।

পেসার আল আমিন তিনটি ও সাকিব দুটি করে উইকেট নেন। অনন্য ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: