সিংহ নয়, বাঘই জঙ্গলের রাজা

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১৪ এএম

স্পোর্টস ডেস্ক: ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট দেখিয়ে এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে পেস ও স্পিনারদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীলঙ্কাকে ২৩ রানে হারায় বাংলাদেশ। বোলারদের দাপটে ১২৪ রানে থেমে যায় এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা।


শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও একটিতে জয় পায়নি বাংলাদেশ। ৪ ম্যাচের মধ্যে ২টি খেলেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে, ২০০৭ ও ২০১২ সালে। বাকি ২টি খেলেছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। জয়হীন থাকা বাংলাদেশ নিজেদের সবচেয়ে পয়মন্ত ভেন্যু মিরপুরে এসে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: